ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে কেন্দ্রের কারণ দর্শানোর নোটিশ Logo ১৫ দিন ধরে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়া, উদ্বেগে দেশজুড়ে সাধারণ মানুষ Logo আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা, সমাধানে বিটিআরসিতে আলোচনার চেষ্টা Logo সহজ গ্রুপ পেলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি Logo খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা আগমনের অনুমতি চাওয়া Logo কার্টুনিষ্টদের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে: সারা হোসেন Logo দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা Logo আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম Logo নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ২০০ জন ভর্তি, নতুন মৃত্যুর খবর নেই

প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়েজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬০ কাঠা প্লটের মধ্যে এ মামলাটি ১০ কাঠার প্লটটি নিয়ে, যেখানে প্রথম আসামি করা হয়েছে পুতুলকে।

রোববার (১২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক। মামলায় শেখ হাসিনা ও পুুতুলসহ আরও দায়ী করা হয়েছে রাজউক ও গণপূর্তের সাবেক ১৪ জন উধ্বর্তন কর্মকর্তাকে।

জানা গেছে, মায়ের ক্ষমতার অপব্যবহার করে এ প্লট পেয়েছিলেন পুতুল। প্রাথমিক তদন্তে এসবের প্রমাণ পেয়েছে দুদক। পুতুলকে ১ নম্বর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করে মামলাটি করে দুদক। সাথে আসামি করা হয়েছে রাজউক ও গণপূর্তের সেসময়কার শীর্ষ আরও ১৪ কর্মকর্তাকে।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৮০ হাজার কোটি দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে, রয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণসহ ৯টি মেগা প্রকল্প। এছাড়াও বিদেশে অর্থ পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১০৮ বার পড়া হয়েছে

প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়েজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬০ কাঠা প্লটের মধ্যে এ মামলাটি ১০ কাঠার প্লটটি নিয়ে, যেখানে প্রথম আসামি করা হয়েছে পুতুলকে।

রোববার (১২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক। মামলায় শেখ হাসিনা ও পুুতুলসহ আরও দায়ী করা হয়েছে রাজউক ও গণপূর্তের সাবেক ১৪ জন উধ্বর্তন কর্মকর্তাকে।

জানা গেছে, মায়ের ক্ষমতার অপব্যবহার করে এ প্লট পেয়েছিলেন পুতুল। প্রাথমিক তদন্তে এসবের প্রমাণ পেয়েছে দুদক। পুতুলকে ১ নম্বর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করে মামলাটি করে দুদক। সাথে আসামি করা হয়েছে রাজউক ও গণপূর্তের সেসময়কার শীর্ষ আরও ১৪ কর্মকর্তাকে।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৮০ হাজার কোটি দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে, রয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণসহ ৯টি মেগা প্রকল্প। এছাড়াও বিদেশে অর্থ পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে।