Take a fresh look at your lifestyle.

ভক্তদের সুখবর দিলেন ক্রিকেটার নাসির

0

ক্রিকেটার নাসির হোসেন মানেই যেন বিতর্কিত বা নেতিবাচক খবরের পসরা মিলিয়ে বসা।

ভক্ত-অনুরাগীদের সুখবর দিতে যেন ইচ্ছুক নন নাসির।

সম্প্রতি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এই অলরাউন্ডার।

তবে এবার ভক্ত-অনুরাগীদের সুখবর শোনালেন তিনি।

ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটার মাঝেও ফিটনেস ইস্যুতে উতড়ে গেলেন নাসির।

বুধবার মিরপুরে ফিটনেস টেস্ট দেন জাতীয় দলের হয়ে খেলা এ জনপ্রিয় ক্রিকেটার। সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট দেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১।

বিষয়টি নিশ্চিত কর বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, ‘নাসির আজ সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’

এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় বিপ টেস্ট পাস করতে পারেননি নাসির।

এতে নির্বাচকরা অসন্তোষ হয়ে মন্তব্য করেছিলেন যে, নাসির হয়ত ক্রিকেটে ফিরতে চান না।

তবে এবার ইয়ো ইয়ো টেস্টে ভালো ফলাফল করে সমালোচকদের মুখে ছাই দিয়েছেন তিনি।

নাসির ছাড়াও বুধবার ফিটনেস টেস্ট দিয়েছেন এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবুর মত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা।

মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।

Leave A Reply

Your email address will not be published.