Take a fresh look at your lifestyle.

মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়

0

পরিচালক রাশিদ পলা’শের চলচ্চিত্র ‘পদ্ম পুরাণ’-এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্র’কাশ করা হয়েছে স’ম্প্রতি।  গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সা’হ’সী সং’লাপে পুরুষদের নিয়ে ক্ষো’ভ প্র’কাশ ক’রতে দেখা গেছে। তার সেসব সংলাপে নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝ’ড়।

গানের শুরুতে দেখা যায়, প্রসূন আজাদ ম’’দ পান করে বলছেন, আমা’র থেকে ভালো পুরুষ মানুষ আর কেউ চিনে না। কাঁ’টা তারের বেড়ার এইপার আর ওইপার দুই পার হলো আমা’র দুই রানের (বিপ)। হিন্দুগো গরুর মাং”স খাওয়া নি’ষেধ, মুসলমানের শু’য়ো’রের ‘মাং’স। কিন্তু এই মাইয়া মাইনসের মাং’স সব শা’লায় খা’য়। সব জায়গায় চলে, মে’শিনের মতো চলে।

এমন সং’লাপের পরই বেজে ওঠে ‘নোনা’ শিরোনামের গানটি। চলচ্চিত্রটি মু’ক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলা’শ বলেন, করো’না র জন্য ছবিটির রিলিজে কিছুটা বিল’ম্ব হয়েছে। আম’রা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম। এখন সেটা খোলার আ’ভাস মিলেছে, তাই ছবির গান দিয়ে সামনে আসা।

আমা’র বিশ্বা’স দর্শকরা ‘নোনা’ পছন্দ করবে। আমা’র কাছে সিনেমা নি’ছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বা’স। নোনায় সে বোধ খুঁজে পাওয়া যাবে। প্রসূন বলেন, ভিন্নধ’র্মী একটি কাজ। বাস্তবতাকে তুলে ধ’রা হয়েছে এখানে। আমা’র বিশ্বা’স ভালো লাগবে সবার।

Leave A Reply

Your email address will not be published.