Take a fresh look at your lifestyle.

সবজির ক্ষেত থেকে পাঁচটি মর্টারসেল উদ্ধার

0

গাজীপুরে একটি সবজির ক্ষেত থেকে ‘মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত’ পাঁচটি অকেজো মর্টারসেলসহ কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মহানগরের গাছা থানার শরিফপুর এলাকার সানাউল্লাহ মন্ডলের সবজি ক্ষেতে গর্ত করার সময় কৃষিশ্রমিকরা মাটির নিচে মর্টারসেলগুলো দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর স্থানীয় উৎসুক জনতা সেগুলো একনজর দেখার জন্য সেখানে ভিড় করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এসআই সাফায়েত ওসমান জানান, শরিফপুর জনৈক সানাউল্লাহ মন্ডলের সবজি ক্ষেতে গর্ত করার সময় কৃষিশ্রমিকরা মাটির নিচে মর্টারসেলগুলো দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মর্টারসেলগুলোতে মরিচার স্তর পড়ে গেছে এবং এগুলোর সাথে কিছু ভাঙ্গা যন্ত্রাংশও পাওয়া গেছে বলে তিনি জানান।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বিডি২৪লাইভকে জানান, মর্টারসেলগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগাযোগ করছি।

Leave A Reply

Your email address will not be published.