ব্রেকিং নিউজ :
যমুনা টিভির লাইট ডিজাইনার ইসফাক হোসেনের মৃত্যু
যমুনা টেলিভিশনের লাইট ডিজাইন বিভাগে দীর্ঘদিন ধরে কর্মরত মো. ইসফাক হোসেন বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের মতে, তার ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে শারীরিক জটিলতা সৃষ্টি হয়। ওষুধের মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করা হলেও হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।
ইসফাক হোসেন যমুনা টেলিভিশনের শুরু থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরে।
তার মৃত্যুতে যমুনা টেলিভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে।


















