ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের প্রস্তুতি হিসেবে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক এবং প্রাতিষ্ঠানিক নিয়মাবলিকে পাশ কাটিয়ে হয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এক প্রতিবেদনে আলজাজিরা বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একটি সমঝোতা চুক্তিতে সই করেন। এই চুক্তি ট্রাম্পের হোয়াইট হাউজে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে করা হয়।

 
চুক্তি অনুযায়ী, ট্রাম্পের দল এবং বাইডেন প্রশাসন যৌথভাবে সরকার পরিচালনার বর্তমান প্রকল্প ও দায়িত্বগুলোর তথ্য বিনিময় করবে। এতে ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করতে পারবে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আরও দ্রুততর হবে।
তবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প তার সরকারে মনোনীত ব্যক্তিদের এফবিআই’র ব্যাকগ্রাউন্ড চেক এবং জিএসএ (জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন)-এর চুক্তি এড়িয়ে যান। জিএসএ চুক্তি স্বাক্ষর না করার ফলে ট্রাম্প প্রশাসন ৭.২ মিলিয়ন ডলার ট্রানজিশন ফান্ড গ্রহণ করতে পারবে না। 
 
নির্বাচিত প্রেসিডেন্টের প্রধান স্টাফ সুজি ওয়াইলস বলেন, ‘আমাদের দল নিজস্ব নৈতিক পরিকল্পনা প্রণয়ন ও তা মেনে চলবে। এটি আমাদের স্বনির্ভরতার একটি উদাহরণ।’
 
 
তবে এই সিদ্ধান্তকে বাইডেন প্রশাসনের মুখপাত্র সলোনি শর্মা সমর্থন করেননি। তিনি বলেন, ‘এটি গৃহীত নিয়মাবলী থেকে বিচ্যুতি ঘটাচ্ছে,কিন্তু আমরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত করতে চাই না।’
 
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার জন্য এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে,এতে ঐতিহ্যবাহী নিয়ম এড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন জনগণের সুরক্ষা ও প্রস্তুতির স্বার্থে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় গতি আনার প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
১২২ বার পড়া হয়েছে

নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের

আপডেট সময় ০৮:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের প্রস্তুতি হিসেবে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক এবং প্রাতিষ্ঠানিক নিয়মাবলিকে পাশ কাটিয়ে হয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এক প্রতিবেদনে আলজাজিরা বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একটি সমঝোতা চুক্তিতে সই করেন। এই চুক্তি ট্রাম্পের হোয়াইট হাউজে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে করা হয়।

 
চুক্তি অনুযায়ী, ট্রাম্পের দল এবং বাইডেন প্রশাসন যৌথভাবে সরকার পরিচালনার বর্তমান প্রকল্প ও দায়িত্বগুলোর তথ্য বিনিময় করবে। এতে ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করতে পারবে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আরও দ্রুততর হবে।
তবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প তার সরকারে মনোনীত ব্যক্তিদের এফবিআই’র ব্যাকগ্রাউন্ড চেক এবং জিএসএ (জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন)-এর চুক্তি এড়িয়ে যান। জিএসএ চুক্তি স্বাক্ষর না করার ফলে ট্রাম্প প্রশাসন ৭.২ মিলিয়ন ডলার ট্রানজিশন ফান্ড গ্রহণ করতে পারবে না। 
 
নির্বাচিত প্রেসিডেন্টের প্রধান স্টাফ সুজি ওয়াইলস বলেন, ‘আমাদের দল নিজস্ব নৈতিক পরিকল্পনা প্রণয়ন ও তা মেনে চলবে। এটি আমাদের স্বনির্ভরতার একটি উদাহরণ।’
 
 
তবে এই সিদ্ধান্তকে বাইডেন প্রশাসনের মুখপাত্র সলোনি শর্মা সমর্থন করেননি। তিনি বলেন, ‘এটি গৃহীত নিয়মাবলী থেকে বিচ্যুতি ঘটাচ্ছে,কিন্তু আমরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত করতে চাই না।’
 
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার জন্য এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে,এতে ঐতিহ্যবাহী নিয়ম এড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন জনগণের সুরক্ষা ও প্রস্তুতির স্বার্থে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় গতি আনার প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট।