ব্রেকিং নিউজ :
অনিয়মের অভিযোগে জাকসু থেকে সরে গেলেন তিন শিক্ষক
জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি সমর্থিত তিন শিক্ষক। তাদের মধ্যে একজন, ড. নাহরীন ইসলাম খান অভিযোগ করেন, ভোটের জন্য ব্যবহৃত কালি সহজেই উঠে যাচ্ছে এবং নিয়ম অনুসারে ভোট দেওয়ার সময় কালি ব্যবহার করা হয়নি।
তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে বাইরে থেকে হাত কালি দিয়ে দেয়া হয়েছে, যা নির্বাচনী নিয়ম ভঙ্গের শামিল। তার দাবি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ সহযোগিতা করেননি। এমনকি তিনি ভিসি ও চ্যান্সেলরকে ফোন করলেও কোনো সমাধান মেলেনি।
অবশেষে জাল ভোট ও অনিয়ম মেনে নিতে না পেরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান ড. নাহরীন।