অবশেষে নীরবতা ভাঙলেন পপি, অসমাপ্ত সিনেমা নিয়ে ক্ষমা চাইলেন
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে। তার অনুপস্থিতির কারণে আটকে গেছে বেশ কয়েকটি সিনেমা—যার মধ্যে আছে কাঠগড়ায় শরৎচন্দ্র, ভালোবাসার প্রজাপতিসহ একাধিক প্রজেক্ট। নির্মাতারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন, পপির দূরত্বের কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অবশেষে জন্মদিনের দিন (১০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে পপি প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুললেন। তিনি স্বীকার করলেন, তার অনুপস্থিতিতেই বেশ কিছু সিনেমা ঝুলে আছে।
পপির ভাষায়—
“শুধু দুটো নয়, একাধিক ছবির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আমি সত্যিই দুঃখিত। নির্মাতারা সমস্যায় পড়েছেন, তা আমি জানি। তবে সব সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না। কখনো পরিস্থিতি, কখনো ব্যক্তিগত জীবনের কারণে কাজগুলো শেষ করতে পারিনি।”
তিনি আরও যোগ করেন,
“আমি কাউকে কষ্ট দিতে চাইনি। অনিচ্ছাকৃতভাবেই ছবিগুলো থেমে গেছে। সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। আর যদি তা সম্ভব না হয়, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। নির্মাতারা যেন আমাকে ভুল না বোঝেন।”
প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। এ সময় তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন। চলতি বছরের শুরুতে বিয়ে, সংসার ও সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছিলেন এ নায়িকা। তবে এবার প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন, তার কারণেই একাধিক সিনেমা আটকে গেছে।