আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ, যান চলাচলে নিয়ন্ত্রণ
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় আজ (রোববার, ৩ আগস্ট) পৃথক দুটি রাজনৈতিক সমাবেশ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয়তাবাদী ছাত্রদল।
দলীয় সূত্রে জানা গেছে, শাহবাগ মোড়ে ছাত্রদল একটি ‘ছাত্র সমাবেশ’ করবে, যেখানে সারা দেশের নেতাকর্মীরা অংশ নেবেন। এদিকে, শহীদ মিনারে এনসিপি আয়োজন করেছে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ, যেখানে তারা আজ তাদের ‘জাতীয় ইশতেহার’ প্রকাশ করবে। দুটি সমাবেশই চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
একইদিনে, সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে চারদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই জাগরণ’-এর তৃতীয় দিন চলছে। এ অনুষ্ঠান সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
তিনটি আলাদা কর্মসূচিকে ঘিরে শহরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কয়েকটি সড়কে রুট ডাইভারশন এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশের জেলা ও মহানগর ইউনিট থেকে প্রায় ৯০টি সাংগঠনিক টিম এই সমাবেশে অংশ নিচ্ছে। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরও অংশগ্রহণের কথা রয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ছয় দফা নির্দেশনা দিয়েছে। এতে ব্যানার, প্ল্যাকার্ড নিষিদ্ধ; ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইউনিটভিত্তিক গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা; জরুরি যান চলাচলে সহযোগিতা এবং সমাবেশস্থল পরিচ্ছন্ন রেখে যাওয়ার নির্দেশ রয়েছে।
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ জানিয়েছেন, সমাবেশের দিন এইচএসসি পরীক্ষা থাকায় যানজট সৃষ্টি হতে পারে। একইদিনে ছাত্রদলের কর্মসূচিও থাকায় নাগরিকদের অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।