আটলান্টা ফায়ারে নতুন চমক: মাহমুদউল্লাহ খেলবেন সাকিবের দলে
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ এবার একসাথে খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগের আটলান্টা ওপেন টুর্নামেন্টে। তারা একই ফ্র্যাঞ্চাইজি দল আটলান্টা ফায়ার হয়ে মাঠে নামবেন।
আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে ‘স্টার’ আখ্যা দিয়ে নিশ্চিত করেছেন যে তিনি এই টুর্নামেন্টে খেলবেন। পোস্টে উল্লেখ করা হয়েছে, “Starpower Unlocked! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন।”
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলে তিনি ২,৪৪৪ রান করেছেন এবং ৪১ উইকেট নিয়েছেন। পিসিএল ও সিপিএল-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ অক্টোবর, যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে, এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।