আফগানিস্তানকে কঠিন সতর্কবার্তা দিলেন ট্রাম্প
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেওয়া হয়, তবে আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করতে হতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি লিখেছেন, “বাগরাম এয়ারবেস আমরা তৈরি করেছি। আফগানিস্তান যদি সেটি ফেরত না দেয়, তবে অচিরেই খারাপ কিছু ঘটবে।”
পরে হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, বিমানঘাঁটি ফেরত পেতে তিনি সেনা পাঠানোর পরিকল্পনা করছেন কিনা। তবে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “এখন আমরা আফগানিস্তানের সঙ্গে আলোচনা করছি। খুব দ্রুত ঘাঁটিটি ফেরত চাই। যদি তারা সেটা না করে, তখন আমি কী পদক্ষেপ নেব তা সবাই দেখবে।”
প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। প্রায় দুই দশক ধরে এটি মার্কিন সামরিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, যেখানে দোকানপাট, ফাস্টফুড আউটলেট এমনকি একটি বড় কারাগারও ছিল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটিটি তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়।