ব্রেকিং নিউজ :
আবু সাঈদ হ’ত্যা মামলা: আদালতে নতুন তথ্য উঠে এল
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ। সোমবার (৮ সেপ্টেম্বর) সাক্ষ্য দেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম।
তিনি জানান, আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যান—এমন প্রতিবেদন প্রথমে তৈরি করা হলেও পরবর্তীতে চাপের মুখে তা একাধিকবার বদলাতে বাধ্য করা হয়। তার দাবি, প্রথম রিপোর্টটিই ছিল সঠিক।
এর আগে সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। বাবার বক্তব্যে উঠে আসে— মৃত্যুর আগে তিনি অন্তত ছেলের হত্যার বিচার দেখতে চান।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে, যা ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে।