ব্রেকিং নিউজ :
আসন বহালের দাবিতে আন্দোলনে উত্তাল বাগেরহাট
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। হরতালের কারণে ঢাকা-খুলনা, খুলনা-বরিশালসহ ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কমিয়ে জনগণের প্রত্যাশা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মোংলা বন্দর ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিবেচনায় চারটি আসন বহাল রাখার দাবি তুলেছেন তারা।