ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

“আ.লীগ-বিএনপি একই গাছের দুটি ডাল”—ফয়জুল করিমের বক্তব্যে বিতর্কের ঝড়

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাবি করেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুটি ডাল, যারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নাটোরের ভবানিগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সেখানে ‘রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই গণহত্যার বিচার’ এবং ‘পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনী পদ্ধতি’ চালুর দাবিতে এ সমাবেশ হয়।

ফয়জুল করিম বলেন, “দুই দলই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭০–৭১ সালে যারা একসাথে ছিল, তারাই এখন ক্ষমতার জন্য আলাদা নাটক করছে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন, আমি চোরের খনি পেয়েছি—এটা কি জনগণের জন্য শুভ?”

তিনি আরও বলেন, “দেশের এই অবস্থার জন্য শুধু নেতাদের নয়, ভোটারদেরও দায় আছে। যারা দেশের জন্য জীবন দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, ট্যাংকের সামনে থেকেছে, তাদেরই কথা বলার অধিকার আছে। এসি রুমে বসে থাকা লোকজন দেশ নিয়ে বড় কথা বলতে পারে না।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা রাস্তায় না থাকলে নেত্রীকে বাসা থেকে বের করতে পারতেন না। বিদেশে চিকিৎসা নিতে দিতে পারতেন না। এখন যারা দাড়ি-টুপি পরে রাস্তায় দাঁড়ায়, তারাই আপনাদের জন্য আন্দোলনের জায়গা তৈরি করেছে।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ রাহি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৮২ বার পড়া হয়েছে

“আ.লীগ-বিএনপি একই গাছের দুটি ডাল”—ফয়জুল করিমের বক্তব্যে বিতর্কের ঝড়

আপডেট সময় ০৯:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাবি করেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুটি ডাল, যারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নাটোরের ভবানিগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সেখানে ‘রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই গণহত্যার বিচার’ এবং ‘পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনী পদ্ধতি’ চালুর দাবিতে এ সমাবেশ হয়।

ফয়জুল করিম বলেন, “দুই দলই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭০–৭১ সালে যারা একসাথে ছিল, তারাই এখন ক্ষমতার জন্য আলাদা নাটক করছে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন, আমি চোরের খনি পেয়েছি—এটা কি জনগণের জন্য শুভ?”

তিনি আরও বলেন, “দেশের এই অবস্থার জন্য শুধু নেতাদের নয়, ভোটারদেরও দায় আছে। যারা দেশের জন্য জীবন দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, ট্যাংকের সামনে থেকেছে, তাদেরই কথা বলার অধিকার আছে। এসি রুমে বসে থাকা লোকজন দেশ নিয়ে বড় কথা বলতে পারে না।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা রাস্তায় না থাকলে নেত্রীকে বাসা থেকে বের করতে পারতেন না। বিদেশে চিকিৎসা নিতে দিতে পারতেন না। এখন যারা দাড়ি-টুপি পরে রাস্তায় দাঁড়ায়, তারাই আপনাদের জন্য আন্দোলনের জায়গা তৈরি করেছে।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ রাহি।