ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইয়েমেনে নাগরিক হত্যার দায়ে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ১৬ জুলাই Logo “আ.লীগ-বিএনপি একই গাছের দুটি ডাল”—ফয়জুল করিমের বক্তব্যে বিতর্কের ঝড় Logo ইরানি হামলায় সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত—প্রথমবার স্বীকার করল ইসরাইল Logo বিএনপি থেকে অনৈতিক আচরণের অভিযোগে তিন নেতা বহিষ্কার Logo টেক্সাসের ভয়াবহ বন্যা: কেন এত দ্রুত প্রাণঘাতী রূপ নিল? Logo সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাত Logo ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীবার সুযোগ পাচ্ছেন না Logo চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক Logo বাংলাদেশসহ ১৪ দেশে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের Logo ৩৫ শতাংশ শুল্কারোপ: ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে ঢাকা

“আ.লীগ-বিএনপি একই গাছের দুটি ডাল”—ফয়জুল করিমের বক্তব্যে বিতর্কের ঝড়

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাবি করেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুটি ডাল, যারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নাটোরের ভবানিগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সেখানে ‘রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই গণহত্যার বিচার’ এবং ‘পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনী পদ্ধতি’ চালুর দাবিতে এ সমাবেশ হয়।

ফয়জুল করিম বলেন, “দুই দলই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭০–৭১ সালে যারা একসাথে ছিল, তারাই এখন ক্ষমতার জন্য আলাদা নাটক করছে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন, আমি চোরের খনি পেয়েছি—এটা কি জনগণের জন্য শুভ?”

তিনি আরও বলেন, “দেশের এই অবস্থার জন্য শুধু নেতাদের নয়, ভোটারদেরও দায় আছে। যারা দেশের জন্য জীবন দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, ট্যাংকের সামনে থেকেছে, তাদেরই কথা বলার অধিকার আছে। এসি রুমে বসে থাকা লোকজন দেশ নিয়ে বড় কথা বলতে পারে না।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা রাস্তায় না থাকলে নেত্রীকে বাসা থেকে বের করতে পারতেন না। বিদেশে চিকিৎসা নিতে দিতে পারতেন না। এখন যারা দাড়ি-টুপি পরে রাস্তায় দাঁড়ায়, তারাই আপনাদের জন্য আন্দোলনের জায়গা তৈরি করেছে।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ রাহি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
০ বার পড়া হয়েছে

“আ.লীগ-বিএনপি একই গাছের দুটি ডাল”—ফয়জুল করিমের বক্তব্যে বিতর্কের ঝড়

আপডেট সময় ০৯:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাবি করেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুটি ডাল, যারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নাটোরের ভবানিগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সেখানে ‘রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই গণহত্যার বিচার’ এবং ‘পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনী পদ্ধতি’ চালুর দাবিতে এ সমাবেশ হয়।

ফয়জুল করিম বলেন, “দুই দলই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭০–৭১ সালে যারা একসাথে ছিল, তারাই এখন ক্ষমতার জন্য আলাদা নাটক করছে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন, আমি চোরের খনি পেয়েছি—এটা কি জনগণের জন্য শুভ?”

তিনি আরও বলেন, “দেশের এই অবস্থার জন্য শুধু নেতাদের নয়, ভোটারদেরও দায় আছে। যারা দেশের জন্য জীবন দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, ট্যাংকের সামনে থেকেছে, তাদেরই কথা বলার অধিকার আছে। এসি রুমে বসে থাকা লোকজন দেশ নিয়ে বড় কথা বলতে পারে না।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা রাস্তায় না থাকলে নেত্রীকে বাসা থেকে বের করতে পারতেন না। বিদেশে চিকিৎসা নিতে দিতে পারতেন না। এখন যারা দাড়ি-টুপি পরে রাস্তায় দাঁড়ায়, তারাই আপনাদের জন্য আন্দোলনের জায়গা তৈরি করেছে।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ রাহি।