ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য Logo ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব: ঘরছাড়া হাজারো মানুষ, বিপর্যস্ত বনভূমি Logo লামিয়ার পরিবারের প্রতি তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিলেন আমীর খসরু Logo ধর্মস্থলা মন্দিরে শতাধিক লাশ মাটিচাপার অভিযোগে ভারতজুড়ে তোলপাড় Logo ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় ঘোষণা সৌদি আরবের Logo ক্যারিবিয়ানে বাড়ি কিনলেই মিলছে নাগরিকত্ব ও পাসপোর্ট সুবিধা Logo চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা ইউনূস Logo হাত-পা অতিরিক্ত ঘামে? জেনে নিন এর কারণ ও প্রতিকার Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব: ঘরছাড়া হাজারো মানুষ, বিপর্যস্ত বনভূমি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস করে দিয়েছে এবং বহু মানুষকে গৃহহীন করে তুলেছে। বিশেষ করে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসে আগুনের প্রভাব সবচেয়ে বেশি।

আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল ব্যাপক রূপ নিয়েছে। একাধিক এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে বিশাল বন ও চারণভূমি। স্থানীয় প্রশাসনের মতে, মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ এই বিপর্যয়ের মূল কারণ।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে বিমান ও হেলিকপ্টার পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে।

এদিকে, বুলগেরিয়াতেও পরিস্থিতি উদ্বেগজনক। সারা দেশে ২৩০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে। বিশেষ করে তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে আগুনের তীব্রতা বেশি। ১১টি অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইউরোপীয় ইউনিয়ন থেকে হেলিকপ্টার ও বিমান এসে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বুরসা শহর ও আশপাশের এলাকায় দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। রাতের বেলায় ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। ইজমির ও বিলিসিক অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

গ্রিসের বিভিন্ন অঞ্চল যেমন পিলোপনেস, এভিয়া, কিথিরা ও ক্রিটে আগুন ছড়িয়েছে। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে রাজধানী এথেন্সের উত্তরের কিছু অংশ। দমকল বাহিনী হেলিকপ্টার ও বিমান দিয়ে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। কাজে নিয়োজিত রয়েছে শতাধিক ফায়ার সার্ভিস সদস্য।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই দাবানল প্রতি বছর আরও মারাত্মক রূপ নিচ্ছে, যা ইউরোপজুড়ে বিপর্যয় সৃষ্টি করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
০ বার পড়া হয়েছে

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব: ঘরছাড়া হাজারো মানুষ, বিপর্যস্ত বনভূমি

আপডেট সময় ১১:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস করে দিয়েছে এবং বহু মানুষকে গৃহহীন করে তুলেছে। বিশেষ করে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসে আগুনের প্রভাব সবচেয়ে বেশি।

আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল ব্যাপক রূপ নিয়েছে। একাধিক এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে বিশাল বন ও চারণভূমি। স্থানীয় প্রশাসনের মতে, মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ এই বিপর্যয়ের মূল কারণ।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে বিমান ও হেলিকপ্টার পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে।

এদিকে, বুলগেরিয়াতেও পরিস্থিতি উদ্বেগজনক। সারা দেশে ২৩০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে। বিশেষ করে তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে আগুনের তীব্রতা বেশি। ১১টি অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইউরোপীয় ইউনিয়ন থেকে হেলিকপ্টার ও বিমান এসে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বুরসা শহর ও আশপাশের এলাকায় দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। রাতের বেলায় ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। ইজমির ও বিলিসিক অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

গ্রিসের বিভিন্ন অঞ্চল যেমন পিলোপনেস, এভিয়া, কিথিরা ও ক্রিটে আগুন ছড়িয়েছে। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে রাজধানী এথেন্সের উত্তরের কিছু অংশ। দমকল বাহিনী হেলিকপ্টার ও বিমান দিয়ে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। কাজে নিয়োজিত রয়েছে শতাধিক ফায়ার সার্ভিস সদস্য।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই দাবানল প্রতি বছর আরও মারাত্মক রূপ নিচ্ছে, যা ইউরোপজুড়ে বিপর্যয় সৃষ্টি করছে।