ব্রেকিং নিউজ :
ইমরান হাশমির রোমান্টিক জুটি এবার দিশা
প্রায় ১৮ বছর পর ফিরছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’ এর সিক্যুয়েল। প্রযোজক মুকেশ ভাট নিশ্চিত করেছেন, নতুন ছবির নাম হবে ‘আওয়ারাপন ২’। এখানে শিবম পণ্ডিত চরিত্রে ফের দেখা যাবে ইমরান হাশমিকে।
তবে নতুন ছবিতে শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। ছবিটি পরিচালনা করবেন নীতিন কাক্কর।
প্রথমদিকে তেমন সাড়া না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে ‘আওয়ারাপন’ দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। তাই সিক্যুয়েল নিয়েও ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
সঙ্গীতের দিকেও এবার বাড়তি নজর দেওয়া হচ্ছে। নতুন গানের পাশাপাশি কিছু পুরনো সুরও ফিরে আসতে পারে। ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে, মুক্তি পাবে ২০২৬ সালের মাঝামাঝি।