ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইয়েমেনে নাগরিক হত্যার দায়ে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ১৬ জুলাই Logo “আ.লীগ-বিএনপি একই গাছের দুটি ডাল”—ফয়জুল করিমের বক্তব্যে বিতর্কের ঝড় Logo ইরানি হামলায় সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত—প্রথমবার স্বীকার করল ইসরাইল Logo বিএনপি থেকে অনৈতিক আচরণের অভিযোগে তিন নেতা বহিষ্কার Logo টেক্সাসের ভয়াবহ বন্যা: কেন এত দ্রুত প্রাণঘাতী রূপ নিল? Logo সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাত Logo ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীবার সুযোগ পাচ্ছেন না Logo চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক Logo বাংলাদেশসহ ১৪ দেশে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের Logo ৩৫ শতাংশ শুল্কারোপ: ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে ঢাকা

ইয়েমেনে নাগরিক হত্যার দায়ে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ১৬ জুলাই

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইয়েমেনে একজন নাগরিককে হত্যার অভিযোগে অভিযুক্ত কেরালার নার্স নিমিশা প্রিয়া শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছেন। প্রায় এক দশক ধরে চলা আইনি লড়াই এবং ভারতের পক্ষ থেকে কূটনৈতিক চেষ্টা সত্ত্বেও, আগামী ১৬ জুলাই তার ফাঁসি কার্যকর হতে চলেছে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, কেরালার পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা ২০০৮ সালে স্বামী ও কন্যাসহ ইয়েমেন যান এবং সেখানে একজন নার্স হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেন। পরবর্তীতে স্বামী ও মেয়ে ফিরে এলেও, তিনি ক্লিনিক খোলার উদ্দেশ্যে ইয়েমেনে থেকে যান।

২০১৫ সালে স্থানীয় নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে যৌথভাবে একটি ক্লিনিক চালু করেন। কারণ ইয়েমেনের আইন অনুযায়ী, বিদেশিদের পক্ষে স্থানীয় অংশীদার ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। কিন্তু দ্রুতই ওই অংশীদারিত্বে সমস্যার সৃষ্টি হয়।

নিমিশার পরিবারের দাবি, মাহদি তার অর্থ আত্মসাৎ করেন এবং তাকে নেশাগ্রস্ত করে পাসপোর্ট কেড়ে নেন, যাতে তিনি দেশে ফিরতে না পারেন। পরবর্তীতে পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে প্রিয়া মাহদিকে ঘুমের ইনজেকশন দেন, যা অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে তার মৃত্যু হয়।

মাহদি তাকে স্ত্রী হিসেবে দাবি করায় মামলাটি আরও জটিল হয়ে ওঠে। দেশ ছাড়ার চেষ্টাকালে ২০১৭ সালে প্রিয়াকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৮ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

২০২৩ সালের ৩০ ডিসেম্বর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেন, যার পর এক মাসের মধ্যে রায় কার্যকরের সময়সীমা নির্ধারিত হয়। ভারত সরকারের পক্ষ থেকে বহুবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও ইয়েমেন সরকার সিদ্ধান্তে অনড় থাকে।

সবশেষে, জানানো হয়েছে যে ২০২৫ সালের ১৬ জুলাইই নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
০ বার পড়া হয়েছে

ইয়েমেনে নাগরিক হত্যার দায়ে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ১৬ জুলাই

আপডেট সময় ১০:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ইয়েমেনে একজন নাগরিককে হত্যার অভিযোগে অভিযুক্ত কেরালার নার্স নিমিশা প্রিয়া শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছেন। প্রায় এক দশক ধরে চলা আইনি লড়াই এবং ভারতের পক্ষ থেকে কূটনৈতিক চেষ্টা সত্ত্বেও, আগামী ১৬ জুলাই তার ফাঁসি কার্যকর হতে চলেছে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, কেরালার পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা ২০০৮ সালে স্বামী ও কন্যাসহ ইয়েমেন যান এবং সেখানে একজন নার্স হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেন। পরবর্তীতে স্বামী ও মেয়ে ফিরে এলেও, তিনি ক্লিনিক খোলার উদ্দেশ্যে ইয়েমেনে থেকে যান।

২০১৫ সালে স্থানীয় নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে যৌথভাবে একটি ক্লিনিক চালু করেন। কারণ ইয়েমেনের আইন অনুযায়ী, বিদেশিদের পক্ষে স্থানীয় অংশীদার ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। কিন্তু দ্রুতই ওই অংশীদারিত্বে সমস্যার সৃষ্টি হয়।

নিমিশার পরিবারের দাবি, মাহদি তার অর্থ আত্মসাৎ করেন এবং তাকে নেশাগ্রস্ত করে পাসপোর্ট কেড়ে নেন, যাতে তিনি দেশে ফিরতে না পারেন। পরবর্তীতে পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে প্রিয়া মাহদিকে ঘুমের ইনজেকশন দেন, যা অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে তার মৃত্যু হয়।

মাহদি তাকে স্ত্রী হিসেবে দাবি করায় মামলাটি আরও জটিল হয়ে ওঠে। দেশ ছাড়ার চেষ্টাকালে ২০১৭ সালে প্রিয়াকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৮ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

২০২৩ সালের ৩০ ডিসেম্বর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেন, যার পর এক মাসের মধ্যে রায় কার্যকরের সময়সীমা নির্ধারিত হয়। ভারত সরকারের পক্ষ থেকে বহুবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও ইয়েমেন সরকার সিদ্ধান্তে অনড় থাকে।

সবশেষে, জানানো হয়েছে যে ২০২৫ সালের ১৬ জুলাইই নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।