ইরানে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্য নিহত
পশ্চিম ইরানে ইসরায়েলি হামলার পর অবশিষ্ট থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার (৬ জুলাই) খোরামাবাদে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম, যার তথ্য ব্যবহার করেছে আল জাজিরা।
আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের সময় ফেলে যাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার চেষ্টার সময় এই হতাহতের ঘটনা ঘটে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান ১২ দিনের সংঘাতে দেশব্যাপী ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার, আশুরার উৎসবের আগের দিন এক মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে—রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে এমনটাই দেখা গেছে।