ইরান পরমাণু কার্যক্রমে ফিরলে আবার হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরান যদি আবারও বিপজ্জনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, তাহলে সেখানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করবেন — এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনাও করেছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) Truth Social-এ একাধিক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনা এখন আর নেই। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
এ হুমকি আসে এমন এক সময়, যখন ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সংঘাত সাম্প্রতিকভাবে থেমেছে। ট্রাম্পের ভাষায়, খামেনির সাম্প্রতিক মন্তব্য তার (ট্রাম্পের) ধৈর্য্যের সীমা ছাড়িয়ে গেছে।
ট্রাম্প অভিযোগ করেন, “আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ থেকে খামেনিকে আমি রক্ষা করেছিলাম। আমি চাইলে তাকে ভয়াবহ এবং লজ্জাজনক পরিণতির মুখে ফেলতে পারতাম।” তিনি আরও বলেন, “খামেনি আমাদের আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচিয়েছিলাম।”
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই চলেছে, এবং ট্রাম্পের এই মন্তব্য পরবর্তী সময়ে আরও সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।