ব্রেকিং নিউজ :
ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি
ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি।
ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার জেরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইসরাইলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
লেবানন থেকে আলজাজিরার সাংবাদিক জানান, তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল। হিজবুল্লাহর হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরাইলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইসরাইল-হিজবুল্লাহ রকেট হামলা হিজবুল্লাহ