ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ Logo ইরানে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্য নিহত Logo গাজা যুদ্ধবিরতি নিয়ে দোহায় শুরু হচ্ছে নতুন দফার আলোচনা Logo যশোরে বাসের ধাক্কায় পথচারী ও ভ্যানযাত্রীর মৃত্যু, চালক আটক Logo সীমান্ত রক্ষায় প্রয়োজনে লং মার্চ হবে: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি নাহিদের Logo যুদ্ধে ৫টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিলো ইসরায়েল: টেলিগ্রাফ Logo নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক Logo আজ পবিত্র আশুরা Logo ইমন ও হৃদয়ের ফিফটির পর ২৪৮ রানে থেমে গেল বাংলাদেশ Logo দেশে করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি।

ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার জেরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইসরাইলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 
হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
 
লেবানন থেকে আলজাজিরার সাংবাদিক জানান, তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল। হিজবুল্লাহর হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরাইলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।
 
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
 
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
৮০ বার পড়া হয়েছে

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি

আপডেট সময় ০২:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি।

ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার জেরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইসরাইলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 
হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
 
লেবানন থেকে আলজাজিরার সাংবাদিক জানান, তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল। হিজবুল্লাহর হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরাইলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।
 
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
 
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।