ইসরায়েলিদের যুদ্ধ সমর্থন ফুরিয়েছে: বিরোধীদলীয় নেতার বিস্ফোরক মন্তব্য
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ায়ার লাপিদ জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধে আর দেশের জনগণের সিংহভাগ সমর্থন নেই। তার মতে, এই বাস্তবতায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার সময় এসেছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “ইসরায়েলের প্রতিটি যুদ্ধ পরিচালনার ভিত্তিতে জনগণের সমর্থন গুরুত্বপূর্ণ ছিল। যদি মানুষ যুদ্ধের লক্ষ্য ও নেতৃত্বে আস্থা হারায়, সেই যুদ্ধ চালানো সম্ভব নয়।”
লাপিদের মতে, বর্তমানে তিনটি মৌলিক ভিত্তিই অনুপস্থিত—জনগণের সমর্থন, লক্ষ্যপূরণের বিশ্বাস, এবং নেতৃত্বে আস্থা। এই অবস্থায় তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
তিনি আরও সতর্ক করে বলেন, “ইসরায়েলকে অবশ্যই গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। একদিকে এটি আমাদের মূল্যবোধের অংশ, অন্যদিকে হামাসের প্রচার কৌশল প্রতিহত করার উপায়।”
লাপিদের আশঙ্কা, আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য নিষেধাজ্ঞা সামনে রয়েছে। তিনি বলেন, “যদি অবস্থা না পাল্টায়, বিশ্বে ভ্রমণরত প্রতিটি ইসরায়েলিকে হামলার ভয়ে থাকতে হবে।”
এদিকে তার বক্তব্য ইসরায়েলি রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। সরকারি পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, “যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়, অবরোধ অব্যাহত থাকবে।