ব্রেকিং নিউজ :
ইসরায়েলের হামলার বিস্তার: এক মাসে ছয় আরব দেশ লক্ষ্যবস্তু
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক তৎপরতা ক্রমেই ছড়িয়ে পড়ছে। কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সাম্প্রতিক হামলা সেই ইঙ্গিতই দিচ্ছে।
গত এক মাসে ইসরায়েল শুধু গাজা উপত্যকাতেই নয়, লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও একাধিকবার বিমান হামলা চালিয়েছে। প্রতিদিনের মতো গাজায় হামলার পাশাপাশি প্রতিবেশী এই দেশগুলোতেও আঘাত হানা হচ্ছে।
এছাড়া, তিউনিসিয়ায় গাজামুখী একটি মানবিক সাহায্যবাহী নৌফ্লোটিলাকে লক্ষ্য করে সন্দেহভাজন একটি ইসরায়েলি ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এতে স্পষ্ট হচ্ছে—ইসরায়েলের সামরিক অভিযান এখন পুরো আরব অঞ্চলে বিস্তৃত হচ্ছে।