ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

দেশের উত্তরাঞ্চলসহ তিনটি বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিন দিনের মধ্যে নদ-নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা তার ওপরে পৌঁছাতে পারে। এ তথ্য জানানো হয় রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদীর পানি সতর্কসীমার ওপরে উঠতে পারে। এর প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার অনেক নিম্নাঞ্চল ডুবে যেতে পারে।

একই সময়ে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী দুই দিন দেশের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উজান থেকে ঢল নামার সম্ভাবনাও রয়েছে। এর ফলে নদ-নদীর পানি বাড়লেও কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১১ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি

আপডেট সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দেশের উত্তরাঞ্চলসহ তিনটি বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিন দিনের মধ্যে নদ-নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা তার ওপরে পৌঁছাতে পারে। এ তথ্য জানানো হয় রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদীর পানি সতর্কসীমার ওপরে উঠতে পারে। এর প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার অনেক নিম্নাঞ্চল ডুবে যেতে পারে।

একই সময়ে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী দুই দিন দেশের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উজান থেকে ঢল নামার সম্ভাবনাও রয়েছে। এর ফলে নদ-নদীর পানি বাড়লেও কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসতে পারে।