ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন Logo মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: আদালতে স্বীকারোক্তি প্রধান আসামি মহিনের Logo ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু নিয়ে উত্তেজনা Logo গোপালগঞ্জে যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না: নাহিদ ইসলাম

উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাতের মধ্যে উদ্ধার কাজ সাময়িকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিবুল রাত পৌনে ৯টার দিকে জানান, ভবনের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি এবং আজকের (সোমবার) মতো উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে।

তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরাও অনেক সহায়তা করেছেন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা।”

তিনি আরও জানান, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস আপাতত সিলগালা থাকবে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবেন না।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল, এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। তদন্তের কাজ শুরু হয়েছে এবং মঙ্গলবার (২২ জুলাই) সকালে আবারও সিআইডি ও বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ শুরু করবে।

বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি বিমানে একাই ছিলেন। দুর্ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর এবং ১৭১ জনের আহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
৯ বার পড়া হয়েছে

উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে

আপডেট সময় ১০:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাতের মধ্যে উদ্ধার কাজ সাময়িকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিবুল রাত পৌনে ৯টার দিকে জানান, ভবনের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি এবং আজকের (সোমবার) মতো উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে।

তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরাও অনেক সহায়তা করেছেন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা।”

তিনি আরও জানান, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস আপাতত সিলগালা থাকবে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবেন না।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল, এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। তদন্তের কাজ শুরু হয়েছে এবং মঙ্গলবার (২২ জুলাই) সকালে আবারও সিআইডি ও বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ শুরু করবে।

বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি বিমানে একাই ছিলেন। দুর্ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর এবং ১৭১ জনের আহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর।