ব্রেকিং নিউজ :
উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’, ভাঙলো এক রেকর্ড
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে আবারও আলোচনায়। ভারতের প্রখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটি গত ১৮ জুলাই ভারতে মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই ছবিটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।
এই ধারাবাহিক সাফল্যের পর এবার ছবিটি পা রাখতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ৮ আগস্ট ‘ডিয়ার মা’ মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের ১৬টিরও বেশি শহরের প্রেক্ষাগৃহে। অভিনেত্রী জয়া আহসান নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, টালিগঞ্জের কোনো সিনেমা আগে কখনও এত বড় পরিসরে উত্তর আমেরিকায় মুক্তি পায়নি।
চলচ্চিত্রটিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো গুণী শিল্পীরা।