ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের বিরুদ্ধে ফের শক্ত হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প Logo ‘আমরা কুকুর নই’: গাজায় প্যারাসুটের মাধ্যমে ত্রাণ বিতরণকে ফিলিস্তিনিরা অবমাননাকর মনে করছেন Logo ডিসেম্বরে শেষ হবে গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম Logo ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নেবে বিএনপি: ফখরুল Logo বাড়ির দখল নিতে গিয়ে বাবার ওপর বর্বর হামলা, গুরুতর আহত বৃদ্ধ Logo উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’, ভাঙলো এক রেকর্ড Logo ফরিদপুরে র‍্যাব সেজে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৫ দুর্বৃত্ত Logo জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ভয়াবহ পরিণতি আসবে: হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর Logo গাজায় শিশুদের অনাহার চললে ইসরায়েলকে সহায়তা নয়: মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং Logo গাজায় ত্রাণ পাঠাতে ফ্রান্স-যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ জার্মানি-স্পেনের

এবার আসছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক, নতুন কী চমক থাকছে?

নিজস্ব সংবাদ :

প্রতীকী ছবি

এবার আসছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক, নতুন কী চমক থাকছে?

রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হিসেবে বিপুল সংখ্যক বাইকপ্রেমীদের মন জয় করে নিয়েছে রয়্যাল এনফিল্ড। কোম্পানিটির তৈরি করা রেট্রো ও মর্ডান-ক্লাসিক বাইকগুলো ইতোমধ্যে বিপুল সাফল্যের দেখা পেয়েছে। এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি।

প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক। একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, আসন্ন ইআইসিএমএ (EICMA) ইভেন্টে ২০২৪ সালের নভেম্বর মাসের ৪ তারিখে এই বাইকটি প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আর মাত্র কয়েক সপ্তাহ পরই বাইকটির দেখা পাবেন মোটরসাইকেলপ্রেমীরা।

 

সম্প্রতি স্পেনের বার্সেলোনা শহরে কোম্পানিটিকে এই বাইকটি পরীক্ষা করতেও দেখা গেছে। প্রকাশ্যে এসেছে বাইকটির সম্ভাব্য বেশ কিছু হার্ডওয়্যার ও ডিজাইন সংক্রান্ত তথ্য। কী কী চমক থাকতে পারে এই বাইকটিতে? 
 
সূত্রের বরাতে ইকোনমিক টাইমস বলছে, রয়্যাল এনফিল্ডের এই আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলটিতে ব্র্যান্ডটির সিগনেচার রেট্রো ডিজাইনের ছোঁয়া রয়েছে। কোম্পানির লোগোসহ একটি রাউন্ড এলইডি হেডলাইট দেয়া হয়েছে। নতুন বাইকটির ডিজাইন আগের পেটেন্টের ছবির মতোই। এটিতে একটি স্লিম, লো-স্লাং সিলুয়েট রয়েছে। 

 

এছাড়াও টেস্ট মডেলটিতে গির্ডার ফর্ক, অ্যালয় হুইল এবং এক্সপোজড রিয়ার ফেন্ডার থাকতে দেখা গেছে। ফলে, বাইকটিতে গ্রাহকরা পরিচিত হলেও একটি ইউনিক লুকসের সুবিধা পেতে চলেছেন। বাইকটিতে গোলাকার ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাডজাস্টেবল ব্রেক লিভারের মতো একাধিক ফিচার থাকতে পারে যা এটির পেট্রল-চালিত সংস্করণগুলোতেও দেখতে পাওয়া যায়। 
 
এসব ফিচার রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের কথা মনে করিয়ে দেয়। হ্যান্ডেলবারের সঙ্গে মিল রেখে রাউন্ড টার্ন ইন্ডিকেটরের সুবিধাও দেয়া হতে পারে নতুন মডেলে।
 
এদিকে, বাইকটির টায়ারগুলো তুলনামূলক পাতলা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনুমান করা হচ্ছে, বাইকটি উচ্চমানের পারফরম্যান্স অফার করতে পারে। পিলিয়নে থাকা ফুটপেগ দেখে ধারণা করা হচ্ছে, এটিতে একটি অতিরিক্ত আসনের বিকল্প পাওয়া যেতে পারে। যদিও বাইকটির পরীক্ষামূলক সংস্করণে কোনো অতিরক্ত আসন দেখা যায়নি।
 
ব্যাটারি রেঞ্জ ও মোটর সংক্রান্ত তথ্য জানার জন্য বাইকটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, এই বাইকটি লঞ্চের মাধ্যমে স্পষ্টভাবেই বাজারে একটি বড় চমক দিতে চলেছে রয়্যাল এনফিল্ড। বিশেষজ্ঞরা অনুমান করছেন, রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানিটির এই ইলেকট্রিক বাইকটি ১২০ কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ অফার করতে পারে। অফিশিয়াল লঞ্চের পরে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
সূত্র: ইকোনমিক টাইমস
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
৭৭ বার পড়া হয়েছে

এবার আসছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক, নতুন কী চমক থাকছে?

আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

এবার আসছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক, নতুন কী চমক থাকছে?

রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হিসেবে বিপুল সংখ্যক বাইকপ্রেমীদের মন জয় করে নিয়েছে রয়্যাল এনফিল্ড। কোম্পানিটির তৈরি করা রেট্রো ও মর্ডান-ক্লাসিক বাইকগুলো ইতোমধ্যে বিপুল সাফল্যের দেখা পেয়েছে। এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি।

প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক। একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, আসন্ন ইআইসিএমএ (EICMA) ইভেন্টে ২০২৪ সালের নভেম্বর মাসের ৪ তারিখে এই বাইকটি প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আর মাত্র কয়েক সপ্তাহ পরই বাইকটির দেখা পাবেন মোটরসাইকেলপ্রেমীরা।

 

সম্প্রতি স্পেনের বার্সেলোনা শহরে কোম্পানিটিকে এই বাইকটি পরীক্ষা করতেও দেখা গেছে। প্রকাশ্যে এসেছে বাইকটির সম্ভাব্য বেশ কিছু হার্ডওয়্যার ও ডিজাইন সংক্রান্ত তথ্য। কী কী চমক থাকতে পারে এই বাইকটিতে? 
 
সূত্রের বরাতে ইকোনমিক টাইমস বলছে, রয়্যাল এনফিল্ডের এই আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলটিতে ব্র্যান্ডটির সিগনেচার রেট্রো ডিজাইনের ছোঁয়া রয়েছে। কোম্পানির লোগোসহ একটি রাউন্ড এলইডি হেডলাইট দেয়া হয়েছে। নতুন বাইকটির ডিজাইন আগের পেটেন্টের ছবির মতোই। এটিতে একটি স্লিম, লো-স্লাং সিলুয়েট রয়েছে। 

 

এছাড়াও টেস্ট মডেলটিতে গির্ডার ফর্ক, অ্যালয় হুইল এবং এক্সপোজড রিয়ার ফেন্ডার থাকতে দেখা গেছে। ফলে, বাইকটিতে গ্রাহকরা পরিচিত হলেও একটি ইউনিক লুকসের সুবিধা পেতে চলেছেন। বাইকটিতে গোলাকার ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাডজাস্টেবল ব্রেক লিভারের মতো একাধিক ফিচার থাকতে পারে যা এটির পেট্রল-চালিত সংস্করণগুলোতেও দেখতে পাওয়া যায়। 
 
এসব ফিচার রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের কথা মনে করিয়ে দেয়। হ্যান্ডেলবারের সঙ্গে মিল রেখে রাউন্ড টার্ন ইন্ডিকেটরের সুবিধাও দেয়া হতে পারে নতুন মডেলে।
 
এদিকে, বাইকটির টায়ারগুলো তুলনামূলক পাতলা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনুমান করা হচ্ছে, বাইকটি উচ্চমানের পারফরম্যান্স অফার করতে পারে। পিলিয়নে থাকা ফুটপেগ দেখে ধারণা করা হচ্ছে, এটিতে একটি অতিরিক্ত আসনের বিকল্প পাওয়া যেতে পারে। যদিও বাইকটির পরীক্ষামূলক সংস্করণে কোনো অতিরক্ত আসন দেখা যায়নি।
 
ব্যাটারি রেঞ্জ ও মোটর সংক্রান্ত তথ্য জানার জন্য বাইকটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, এই বাইকটি লঞ্চের মাধ্যমে স্পষ্টভাবেই বাজারে একটি বড় চমক দিতে চলেছে রয়্যাল এনফিল্ড। বিশেষজ্ঞরা অনুমান করছেন, রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানিটির এই ইলেকট্রিক বাইকটি ১২০ কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ অফার করতে পারে। অফিশিয়াল লঞ্চের পরে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
সূত্র: ইকোনমিক টাইমস