ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এরদোগানের পদত্যাগের দাবিতে তুরস্কে বিক্ষোভের ঝড়

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

তুরস্কে আবারও প্রেসিডেন্টবিরোধী আন্দোলন জোরদার হয়েছে। রাজধানী আঙ্কারার রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ, যাদের প্রধান দাবি— প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগ।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র কংগ্রেস সংক্রান্ত নীতিমালা বাতিলের মামলার স্থগিতাদেশের দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলনের সূত্রপাত হয়।

বিক্ষোভকারীরা হাতে পতাকা নিয়ে সরাসরি এরদোগান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, গত এক বছর ধরে সিএইচপি নেতাকর্মীদের ওপর ধারাবাহিক দমন-পীড়ন চালাচ্ছে সরকার। চলমান মামলার রায়ের কারণে দলীয় প্রধানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে, যিনি বর্তমানে কারাগারে বন্দি।

কারাগার থেকে পাঠানো বার্তায় বিরোধী নেতা একরেম ইমামোগলু অভিযোগ করেন, সরকার আসন্ন নির্বাচনের ফলাফলকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও ভিন্নমত দমনের মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। তার এই বার্তা আঙ্কারার বিক্ষোভে উচ্চকণ্ঠে ছড়িয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে একরেম ইমামোগলুর গ্রেফতারের পর থেকেই তুরস্কে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে অর্থনীতিতেও— দেশটির মুদ্রা লিরার দরপতন অব্যাহত রয়েছে, যা অর্থনীতিকে আরও নড়বড়ে করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১২ বার পড়া হয়েছে

এরদোগানের পদত্যাগের দাবিতে তুরস্কে বিক্ষোভের ঝড়

আপডেট সময় ০১:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

তুরস্কে আবারও প্রেসিডেন্টবিরোধী আন্দোলন জোরদার হয়েছে। রাজধানী আঙ্কারার রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ, যাদের প্রধান দাবি— প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগ।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র কংগ্রেস সংক্রান্ত নীতিমালা বাতিলের মামলার স্থগিতাদেশের দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলনের সূত্রপাত হয়।

বিক্ষোভকারীরা হাতে পতাকা নিয়ে সরাসরি এরদোগান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, গত এক বছর ধরে সিএইচপি নেতাকর্মীদের ওপর ধারাবাহিক দমন-পীড়ন চালাচ্ছে সরকার। চলমান মামলার রায়ের কারণে দলীয় প্রধানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে, যিনি বর্তমানে কারাগারে বন্দি।

কারাগার থেকে পাঠানো বার্তায় বিরোধী নেতা একরেম ইমামোগলু অভিযোগ করেন, সরকার আসন্ন নির্বাচনের ফলাফলকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও ভিন্নমত দমনের মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। তার এই বার্তা আঙ্কারার বিক্ষোভে উচ্চকণ্ঠে ছড়িয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে একরেম ইমামোগলুর গ্রেফতারের পর থেকেই তুরস্কে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে অর্থনীতিতেও— দেশটির মুদ্রা লিরার দরপতন অব্যাহত রয়েছে, যা অর্থনীতিকে আরও নড়বড়ে করে তুলেছে।