ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কিয়েভে ভয়াবহ রুশ হামলা: শিশুসহ প্রাণহানি

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর মিসাইল ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নবজাতকও রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। খবর— রয়টার্স।

শনিবার ভোররাতে চালানো এই হামলার মূল লক্ষ্য ছিল সরকারি ভবনগুলো। তবে বোমার আঘাতে ধসে পড়ে কয়েকটি বহুতল আবাসিক ভবন, এবং আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোতে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, প্রথমে ড্রোন হামলা হয়, এরপর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে রাজধানীর কেন্দ্রস্থলে সরকারি ভবনে অগ্নিকাণ্ড ঘটে। টেলিগ্রামে দেয়া বার্তায় তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশু ও এক তরুণী রয়েছেন। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আগুন ও ঘন ধোঁয়া দেখা যায়। রাতজুড়ে কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজতে থাকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রি-তেও তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনীয় জরুরি সেবার তথ্য অনুযায়ী, ড্রোন আঘাতে একটি চারতলা আবাসিক ভবনের দুই তলায় আগুন ধরে যায় এবং ভবনটি আংশিক ধসে পড়ে।

এদিকে, পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। মস্কো জানিয়েছে, অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন তারা ভূপাতিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৯ বার পড়া হয়েছে

কিয়েভে ভয়াবহ রুশ হামলা: শিশুসহ প্রাণহানি

আপডেট সময় ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর মিসাইল ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নবজাতকও রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। খবর— রয়টার্স।

শনিবার ভোররাতে চালানো এই হামলার মূল লক্ষ্য ছিল সরকারি ভবনগুলো। তবে বোমার আঘাতে ধসে পড়ে কয়েকটি বহুতল আবাসিক ভবন, এবং আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোতে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, প্রথমে ড্রোন হামলা হয়, এরপর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে রাজধানীর কেন্দ্রস্থলে সরকারি ভবনে অগ্নিকাণ্ড ঘটে। টেলিগ্রামে দেয়া বার্তায় তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশু ও এক তরুণী রয়েছেন। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আগুন ও ঘন ধোঁয়া দেখা যায়। রাতজুড়ে কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজতে থাকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রি-তেও তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনীয় জরুরি সেবার তথ্য অনুযায়ী, ড্রোন আঘাতে একটি চারতলা আবাসিক ভবনের দুই তলায় আগুন ধরে যায় এবং ভবনটি আংশিক ধসে পড়ে।

এদিকে, পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। মস্কো জানিয়েছে, অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন তারা ভূপাতিত করেছে।