কে এই হানিয়া আমির? জানুন তার সাফল্যের গল্প
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির খুব অল্প সময়ের মধ্যেই বিনোদন জগতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। কমেডি চলচ্চিত্র ‘জানান’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর পর থেকেই ধারাবাহিকভাবে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি।
ছোট পর্দায় যাত্রা শুরু হয় নাটক ‘ফির ওহি মহব্বতে’ দিয়ে। এই নাটকে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অর্জন করেন ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল’ সম্মাননা।
বড় পর্দায়ও তার সাফল্য সমানভাবে লক্ষণীয়। বাণিজ্যিকভাবে সফল ছবি ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি ‘সর্দারজি ৩’ তাকে আরও জনপ্রিয় করে তোলে।
অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় ১৮.৮ মিলিয়ন। যেখানে নিয়মিত মজার ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করেন তিনি।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া এই অভিনেত্রী দ্রুত সময়ের মধ্যে নিজের প্রাণবন্ত অভিনয় ও ক্যারিশমার জন্য তরুণ প্রজন্মের প্রিয় মুখে পরিণত হয়েছেন। নাটক ‘তেরে বিন’ এ মীরাব চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক পরিচিতিও লাভ করেন। এছাড়া ‘পিয়ার কে সাদকে’, ‘ইনকার’ এবং ‘দিল না উমীদ তো নয়ি’ সহ একাধিক নাটকে তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে।