খুলনায় পৌঁছে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
গোপালগঞ্জে সারাদিনের রাজনৈতিক কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় খুলনায় এসে পৌঁছেছেন। তারা বর্তমানে খুলনার সার্কিট হাউজে অবস্থান করছেন।
এদিন রাত ৯টা ৩০ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। ধারণা করা হচ্ছে, গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা এবং রাজনৈতিক উত্তেজনা নিয়ে তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন। সেইসাথে আসতে পারে নতুন কোনো কর্মসূচির ঘোষণাও।
এর আগে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির আয়োজিত সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ফেরার পথে হামলার শিকার হয়। চৌরঙ্গী মোড়ে দুই দিক থেকে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায় ছাত্রলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বেই এই হামলা হয়েছে। হামলাকারীরা মঞ্চ ভাঙচুরের পাশাপাশি তোরণগুলোতে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এনসিপির শীর্ষ নেতাদের বক্তব্যকে ঘিরে জনসাধারণের আগ্রহ বেড়েছে।