গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত ৬১, আহত শতাধিক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে আরও ৬১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে শনিবার (১২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ২৩১ জন।
খবরে জানা গেছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালায়। কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী ক্যাম্পে চালানো হামলায় একাধিক মানুষ হতাহত হন। এছাড়া দেইর আল-বালাহ এলাকায় বিমান হামলায় চার জন নিহত হন ও আরও অনেকে আহত হন।
খান ইউনিসের পশ্চিম অংশে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাঁবুতে চালানো আক্রমণে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
উল্লেখযোগ্যভাবে, ইসরায়েলি হামলার সময় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্যমতে, মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৮০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এছাড়া, পশ্চিমতীরের রামাল্লাহর উত্তরাংশে সিঞ্জিল শহরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির স্থায়ী সমাধানের আহ্বান জানালেও, ইসরায়েলি আগ্রাসন থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।