ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হোয়াইট হাউসে এবার স্যুট পরে হাজির জেলেনস্কি, ভাঙলেন পুরনো সিদ্ধান্ত Logo উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে ব্যয় বাড়ার কারণ জানালেন যুব ও ক্রীড়া সচিব Logo টাকা ধার চাইলে কীভাবে ‘না’ বলবেন, সম্পর্ক নষ্ট না করেই Logo ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের উপস্থিতি Logo নির্বাচন নির্ধারিত সময়েই হবে, পেছানোর প্রশ্নই ওঠে না: ড. আসিফ নজরুল Logo ইসরায়েলে বৃহত্তম বিক্ষোভ: গাজায় বন্দিদের মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন স্বজনেরা Logo পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জন আটক, জুয়া সরঞ্জাম ও নগদ টাকাসহ মোবাইল জব্দ Logo ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে ঝাঁপিয়ে পড়লেন বিশ্লেষকরা—পুতিনের সুরই কি শোনা যাচ্ছে? Logo ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত Logo মৎস্য খাতে উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইসরায়েল গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও, জাতিসংঘের মতে এ সহায়তা অত্যন্ত সীমিত। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার একে “সমুদ্রের এক ফোঁটা” বলে অভিহিত করেছেন।

রবিবার (২৭ জুলাই) গাজার কিছু এলাকায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যার ফলে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয়।

টম ফ্লেচার সোমবার (২৮ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই উদ্যোগ এক ধরনের সূচনা হলেও গাজার মানুষের প্রকৃত প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। তার ভাষায়, “যা দেওয়া হচ্ছে, তা প্রকৃত প্রয়োজনের এক ক্ষুদ্র অংশ মাত্র।”

এর আগে চলমান ৪২ দিনের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় ৬০০ থেকে ৭০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার সেখানে মাত্র ১২০টি ট্রাক পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সময় থেকে।

ফ্লেচার আরও জানান, যদি ত্রাণকর্মীদের সীমান্ত পার হওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ এবং তার অংশীদার সংস্থাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার অধিকাংশ মানুষের কাছে জরুরি জীবনরক্ষা সহায়তা পৌঁছে দিতে পারবে।

তিনি সতর্ক করেন যে, একটি টেকসই মানবিক বিরতির প্রয়োজন রয়েছে—যেটি শুধু কয়েকদিন নয়, সপ্তাহ বা মাসব্যাপী স্থায়ী হতে হবে। একইসাথে, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি ছাড়া গাজার মানবিক সংকট কাটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
২১ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ইসরায়েল গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও, জাতিসংঘের মতে এ সহায়তা অত্যন্ত সীমিত। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার একে “সমুদ্রের এক ফোঁটা” বলে অভিহিত করেছেন।

রবিবার (২৭ জুলাই) গাজার কিছু এলাকায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যার ফলে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয়।

টম ফ্লেচার সোমবার (২৮ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই উদ্যোগ এক ধরনের সূচনা হলেও গাজার মানুষের প্রকৃত প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। তার ভাষায়, “যা দেওয়া হচ্ছে, তা প্রকৃত প্রয়োজনের এক ক্ষুদ্র অংশ মাত্র।”

এর আগে চলমান ৪২ দিনের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় ৬০০ থেকে ৭০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার সেখানে মাত্র ১২০টি ট্রাক পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সময় থেকে।

ফ্লেচার আরও জানান, যদি ত্রাণকর্মীদের সীমান্ত পার হওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ এবং তার অংশীদার সংস্থাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার অধিকাংশ মানুষের কাছে জরুরি জীবনরক্ষা সহায়তা পৌঁছে দিতে পারবে।

তিনি সতর্ক করেন যে, একটি টেকসই মানবিক বিরতির প্রয়োজন রয়েছে—যেটি শুধু কয়েকদিন নয়, সপ্তাহ বা মাসব্যাপী স্থায়ী হতে হবে। একইসাথে, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি ছাড়া গাজার মানবিক সংকট কাটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।