ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য Logo ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব: ঘরছাড়া হাজারো মানুষ, বিপর্যস্ত বনভূমি Logo লামিয়ার পরিবারের প্রতি তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিলেন আমীর খসরু Logo ধর্মস্থলা মন্দিরে শতাধিক লাশ মাটিচাপার অভিযোগে ভারতজুড়ে তোলপাড় Logo ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় ঘোষণা সৌদি আরবের Logo ক্যারিবিয়ানে বাড়ি কিনলেই মিলছে নাগরিকত্ব ও পাসপোর্ট সুবিধা Logo চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা ইউনূস Logo হাত-পা অতিরিক্ত ঘামে? জেনে নিন এর কারণ ও প্রতিকার Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন

গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইসরায়েল গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও, জাতিসংঘের মতে এ সহায়তা অত্যন্ত সীমিত। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার একে “সমুদ্রের এক ফোঁটা” বলে অভিহিত করেছেন।

রবিবার (২৭ জুলাই) গাজার কিছু এলাকায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যার ফলে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয়।

টম ফ্লেচার সোমবার (২৮ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই উদ্যোগ এক ধরনের সূচনা হলেও গাজার মানুষের প্রকৃত প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। তার ভাষায়, “যা দেওয়া হচ্ছে, তা প্রকৃত প্রয়োজনের এক ক্ষুদ্র অংশ মাত্র।”

এর আগে চলমান ৪২ দিনের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় ৬০০ থেকে ৭০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার সেখানে মাত্র ১২০টি ট্রাক পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সময় থেকে।

ফ্লেচার আরও জানান, যদি ত্রাণকর্মীদের সীমান্ত পার হওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ এবং তার অংশীদার সংস্থাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার অধিকাংশ মানুষের কাছে জরুরি জীবনরক্ষা সহায়তা পৌঁছে দিতে পারবে।

তিনি সতর্ক করেন যে, একটি টেকসই মানবিক বিরতির প্রয়োজন রয়েছে—যেটি শুধু কয়েকদিন নয়, সপ্তাহ বা মাসব্যাপী স্থায়ী হতে হবে। একইসাথে, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি ছাড়া গাজার মানবিক সংকট কাটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
০ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ইসরায়েল গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও, জাতিসংঘের মতে এ সহায়তা অত্যন্ত সীমিত। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার একে “সমুদ্রের এক ফোঁটা” বলে অভিহিত করেছেন।

রবিবার (২৭ জুলাই) গাজার কিছু এলাকায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যার ফলে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয়।

টম ফ্লেচার সোমবার (২৮ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই উদ্যোগ এক ধরনের সূচনা হলেও গাজার মানুষের প্রকৃত প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। তার ভাষায়, “যা দেওয়া হচ্ছে, তা প্রকৃত প্রয়োজনের এক ক্ষুদ্র অংশ মাত্র।”

এর আগে চলমান ৪২ দিনের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় ৬০০ থেকে ৭০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার সেখানে মাত্র ১২০টি ট্রাক পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সময় থেকে।

ফ্লেচার আরও জানান, যদি ত্রাণকর্মীদের সীমান্ত পার হওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ এবং তার অংশীদার সংস্থাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার অধিকাংশ মানুষের কাছে জরুরি জীবনরক্ষা সহায়তা পৌঁছে দিতে পারবে।

তিনি সতর্ক করেন যে, একটি টেকসই মানবিক বিরতির প্রয়োজন রয়েছে—যেটি শুধু কয়েকদিন নয়, সপ্তাহ বা মাসব্যাপী স্থায়ী হতে হবে। একইসাথে, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি ছাড়া গাজার মানবিক সংকট কাটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।