গাজায় ত্রাণ পাঠাতে ফ্রান্স-যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ জার্মানি-স্পেনের
গাজার চলমান সংকটে মানবিক সহায়তা পাঠাতে উদ্যোগ নিচ্ছে ইউরোপের দুই প্রভাবশালী দেশ জার্মানি ও স্পেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস জানিয়েছেন, তার দেশের প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা গাজায় পৌঁছে দেওয়ার জন্য বিমান সহায়তা চালু করবেন। তিনি জানান, দুই সহযোগী দেশও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে।
চ্যান্সেলর মের্ৎস বলেন, “আমরা জানি এই সহায়তা গাজার জনগণের প্রয়োজনের তুলনায় সামান্য। তবুও এটুকু সাহায্য করতেও আমরা প্রস্তুত এবং তা আমাদের মানবিক দায়িত্বের অংশ।”
অন্যদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো ঘোষণা করেছেন, তারা জর্ডানের সঙ্গে সহযোগিতায় প্যারাশুটের মাধ্যমে ত্রাণ সরবরাহের পরিকল্পনা করছেন। তার ভাষায়, “এই উদ্যোগও সামগ্রিক চাহিদার তুলনায় খুবই অল্প, যেন সমুদ্রে এক ফোঁটা জল।”
স্পেন সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রায় ৫,০০০ মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গাজায় পাঠানো হবে।
তিনি আরও বলেন, “স্থলপথে সরবরাহ পুনরায় চালু করা দরকার। অবাধ ও টেকসই সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে—কোনো বাধা ছাড়াই।”
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মাধ্যমেই এই স্থলপথ সহায়তা আরও কার্যকর করা যেতে পারে বলেও তিনি মত দেন।