গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ব্রাসেলসে লাখো মানুষের বিক্ষোভ
গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশাল বিক্ষোভ হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) হাজার হাজার ফিলিস্তিন সমর্থক পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নামেন। লাল-সবুজ রঙের পোশাক পরে তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন।
পুলিশ জানায়, প্রায় ৭০ হাজার মানুষ এতে অংশ নেয়। তবে আয়োজকরা দাবি করেন, সংখ্যাটা ১ লাখ ২০ হাজারেরও বেশি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা সিটিতে নতুন অভিযান চালানোর ঘোষণার পরই বিক্ষোভকারীরা রাস্তায় নামে। এ সময় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানানো হয়।
এদিকে, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেন, গাজার যুদ্ধ নিয়ে পদক্ষেপ না নেওয়ায় ইইউ-এর বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম এবং ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হবে।