গাজায় শিশুদের অনাহার চললে ইসরায়েলকে সহায়তা নয়: মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং
গাজায় চলমান মানবিক বিপর্যয় অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েলকে কোনও ধরনের সামরিক বা আর্থিক সহায়তা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সিনেটর কিং বলেন, “যখন গাজার শিশুরা পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ওষুধের অভাবে দিন কাটায়, তখন আমাদের অগ্রাধিকার হওয়া উচিত মানবিক সহায়তা নিশ্চিত করা। যতদিন এই সংকট চলবে, ততদিন আমি ইসরায়েলকে সহায়তার পক্ষে নয়।”
এই মন্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েল-সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ একে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগও তুলেছেন।
গাজা উপত্যকায় অব্যাহত সংঘর্ষ ও অবরোধের ফলে শিশু ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্যমতে, সেখানে প্রায় ৯০ শতাংশ শিশু সঠিক পুষ্টি পাচ্ছে না এবং অসংখ্য শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
এই অবস্থায় আন্তর্জাতিক মহলে গাজায় জরুরি মানবিক সহায়তা বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। একইসঙ্গে এই সংঘাতের রাজনৈতিক সমাধানের দিকেও আহ্বান জানানো হচ্ছে।
















