ব্রেকিং নিউজ :
গাজায় হামলার প্রতিবাদে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে ইয়েমেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ সমাবেশ। ইরানভিত্তিক গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, লাখো মানুষ এই সমাবেশে যোগ দেন, যাদের অধিকাংশই হুতি সমর্থক।
ফিলিস্তিনের পতাকা ও নানা ব্যানার হাতে তারা ইসরায়েল বিরোধী স্লোগান দেন। এ সময় ইয়েমেনে হামলা এবং তেলআবিবের সামরিক পদক্ষেপেরও কড়া নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে হুতিরা। লোহিত সাগরসহ আশপাশের এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাশাপাশি, প্রতি সপ্তাহে গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে ইয়েমেনের রাজপথে লাখো মানুষ সমাবেশে অংশ নিচ্ছেন।