গাজীপুরে ঘরে আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে এক হৃদয়বিদারক ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) সকালে পুলিশ নিহত মারুফা আক্তারের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।
এ ঘটনা ঘটে উপজেলার ইদ্রবপুর এলাকায়, শনিবার গভীর রাতে। অভিযুক্ত স্বামী মো. মিজানুর রহমান (৪৫), পেশায় একজন ওষুধ ব্যবসায়ী এবং একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের বরাতে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে আশপাশের লোকজন ‘আগুন আগুন’ বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারা এসে দেখতে পান বাড়ির মূল দরজায় তালা লাগানো। পরে তালা ভেঙে ঘরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে পোশাক শ্রমিক মারুফা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘরে আগুন লাগানোর পর দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। অভিযুক্ত মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিট তদন্ত কার্যক্রম চালিয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।