গুগল জরিমানায় ক্ষুব্ধ ট্রাম্প, ইইউকে দিলেন শুল্ক হুমকি
ইউরোপীয় কমিশন অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে গুগলকে প্রায় ২৯৫ কোটি ইউরো জরিমানা করার পর, ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপর নতুন করে শুল্কারোপের হুমকি দিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।
কমিশনের অভিযোগ, বিজ্ঞাপন স্থান ও কনটেন্ট নির্বাচনে নিজস্ব পণ্যকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করেছে গুগল। তবে এই সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। গুগলের গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান লি-অ্যান মুলহল্যান্ড জানিয়েছেন, জরিমানাটি অযৌক্তিক এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো ইউরোপের হাজারো ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে। গুগল ইতোমধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।
অপরদিকে, ট্রাম্প বিষয়টিকে মার্কিন প্রতিষ্ঠানের ওপর বৈষম্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, “বিজ্ঞাপন ক্রেতা ও বিক্রেতাদের সেবা দেওয়া কোনো প্রতিযোগিতাবিরোধী কাজ নয়, বরং এখন অনেক বিকল্প সেবা বিদ্যমান।” এ সময় তিনি সতর্ক করেন, ইইউ’র পদক্ষেপ চলতে থাকলে ইউরোপীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
উল্লেখ্য, গুগলের বিরুদ্ধে এটি ইইউ’র তৃতীয় বড় জরিমানা। ২০১৮ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগে সংস্থাটিকে ৪৩৪ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।