ব্রেকিং নিউজ :
গুজব উড়িয়ে দিল সেনাবাহিনী—ডাকসু নির্বাচনে সম্পৃক্ত নয়
আসন্ন ডাকসু ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকবে না, এমনটা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
আইএসপিআর জানায়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে। এগুলো বিভ্রান্তি তৈরি করে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা।
সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর হতে যাওয়া এই নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।