ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে জেলার পরিবেশ। সমাবেশ শেষে ফেরার সময় হামলার ঘটনায় পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। সারা দিনজুড়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ জেলাজুড়ে কারফিউ জারি করে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পুলিশ সদর দফতর থেকে সরাসরি জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি পোস্টে কয়েকটি ছবিও যুক্ত করেন, যেখানে দেখা যায়—তারা বড় একটি মনিটরের সামনে বসে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, “জেলাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে কেউ যেন ঘর থেকে বের না হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা ইতোমধ্যে বাড়ানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০৯:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে জেলার পরিবেশ। সমাবেশ শেষে ফেরার সময় হামলার ঘটনায় পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। সারা দিনজুড়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ জেলাজুড়ে কারফিউ জারি করে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পুলিশ সদর দফতর থেকে সরাসরি জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি পোস্টে কয়েকটি ছবিও যুক্ত করেন, যেখানে দেখা যায়—তারা বড় একটি মনিটরের সামনে বসে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, “জেলাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে কেউ যেন ঘর থেকে বের না হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা ইতোমধ্যে বাড়ানো হয়েছে।”