ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে চারজন নিহত, জেলাজুড়ে কারফিউ জারি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ জুলাই) দিনভর চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যায় একটি হাসপাতাল সূত্র নিহতদের পরিচয় নিশ্চিত করে।

নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। আজ রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

সংঘর্ষের সূত্রপাত ঘটে দুপুরে, যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের গাড়িবহরে হামলা চালায়। একাধিক দফায় সংঘর্ষ চলতে থাকে, যেখানে ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আশ্রয় নেন এবং পরে নিরাপত্তার সহায়তায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম ও সিলেটেও অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দাবি, গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

এদিকে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে রাজপথের পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে চারজন নিহত, জেলাজুড়ে কারফিউ জারি

আপডেট সময় ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ জুলাই) দিনভর চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যায় একটি হাসপাতাল সূত্র নিহতদের পরিচয় নিশ্চিত করে।

নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। আজ রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

সংঘর্ষের সূত্রপাত ঘটে দুপুরে, যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের গাড়িবহরে হামলা চালায়। একাধিক দফায় সংঘর্ষ চলতে থাকে, যেখানে ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আশ্রয় নেন এবং পরে নিরাপত্তার সহায়তায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম ও সিলেটেও অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দাবি, গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

এদিকে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে রাজপথের পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।