ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা Logo খুলনায় পৌঁছে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন নাহিদ ইসলাম Logo গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে চারজন নিহত, জেলাজুড়ে কারফিউ জারি Logo জুলাই পদযাত্রায় প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম Logo ২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই Logo চলতি ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে মধুমিতা সরকার, পাত্র ইঞ্জিনিয়ার দেবমাল্য Logo চীন-ভারত সম্পর্ক আগের চেয়ে স্থিতিশীল হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর Logo মব ভায়োলেন্সে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিন: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo মুক্তিযুদ্ধ নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মির্জা ফখরুলের অভিযোগ Logo ইউক্রেনকে আবারও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে চারজন নিহত, জেলাজুড়ে কারফিউ জারি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ জুলাই) দিনভর চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যায় একটি হাসপাতাল সূত্র নিহতদের পরিচয় নিশ্চিত করে।

নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। আজ রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

সংঘর্ষের সূত্রপাত ঘটে দুপুরে, যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের গাড়িবহরে হামলা চালায়। একাধিক দফায় সংঘর্ষ চলতে থাকে, যেখানে ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আশ্রয় নেন এবং পরে নিরাপত্তার সহায়তায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম ও সিলেটেও অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দাবি, গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

এদিকে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে রাজপথের পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে চারজন নিহত, জেলাজুড়ে কারফিউ জারি

আপডেট সময় ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ জুলাই) দিনভর চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যায় একটি হাসপাতাল সূত্র নিহতদের পরিচয় নিশ্চিত করে।

নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। আজ রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

সংঘর্ষের সূত্রপাত ঘটে দুপুরে, যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের গাড়িবহরে হামলা চালায়। একাধিক দফায় সংঘর্ষ চলতে থাকে, যেখানে ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আশ্রয় নেন এবং পরে নিরাপত্তার সহায়তায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম ও সিলেটেও অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দাবি, গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

এদিকে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে রাজপথের পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।