ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম-গ্রামে ৩১ দফা প্রচারণা চালাচ্ছে বিএনপি

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অবদান অনস্বীকার্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

জাতীয় নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণার পর, ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। দেশের প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষকে এই পরিকল্পনার সঙ্গে পরিচয় করানোর জন্য ব্যারিস্টার নওশাদ জমির সরাসরি গণসংযোগ শুরু করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) তিনি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে সারাদিন গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফা ও জাতীয় নির্বাচনে সরকার গঠনের পরিকল্পনা গ্রামগঞ্জের মানুষদের কাছে পৌঁছানো প্রয়োজন। দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষরা তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আগ্রহী।

এই কর্মসূচিতে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করা হয় এবং জনগণের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে ৩১ দফা ও ১৮০ দিনের পরিকল্পনা ব্যাখ্যা করা হয়। নওশাদ জমির আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে মামলা, গুম ও মৃত্যুর শঙ্কার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

অপরদিকে, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ জানান, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিএনপি নিয়মিতভাবে বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফা প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি এখনও নেই এবং কাউন্সিল দীর্ঘদিন ধরে হয়নি, তাই দ্রুত কাউন্সিলের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৬ বার পড়া হয়েছে

গ্রাম-গ্রামে ৩১ দফা প্রচারণা চালাচ্ছে বিএনপি

আপডেট সময় ১০:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অবদান অনস্বীকার্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

জাতীয় নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণার পর, ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। দেশের প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষকে এই পরিকল্পনার সঙ্গে পরিচয় করানোর জন্য ব্যারিস্টার নওশাদ জমির সরাসরি গণসংযোগ শুরু করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) তিনি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে সারাদিন গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফা ও জাতীয় নির্বাচনে সরকার গঠনের পরিকল্পনা গ্রামগঞ্জের মানুষদের কাছে পৌঁছানো প্রয়োজন। দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষরা তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আগ্রহী।

এই কর্মসূচিতে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করা হয় এবং জনগণের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে ৩১ দফা ও ১৮০ দিনের পরিকল্পনা ব্যাখ্যা করা হয়। নওশাদ জমির আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে মামলা, গুম ও মৃত্যুর শঙ্কার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

অপরদিকে, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ জানান, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিএনপি নিয়মিতভাবে বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফা প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি এখনও নেই এবং কাউন্সিল দীর্ঘদিন ধরে হয়নি, তাই দ্রুত কাউন্সিলের প্রয়োজনীয়তার উপর জোর দেন।