গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক
গ্রিসের সমুদ্রতীরবর্তী একটি সৈকতে এক ইসরায়েলি পর্যটকের কানে আঘাত করে কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সিরীয় নাগরিককে আটক করেছে। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
আহত ব্যক্তি, ইসরায়েলি নাগরিক স্টাভ বেন-সুসান, জানিয়েছেন যে, গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে তিনি ও তার স্ত্রী ঘুরতে গিয়েছিলেন। সেখানে আরও এক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথা বলার সময়, এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’— এমন স্লোগান দেয়।
সুসান জানান, সেই ব্যক্তি তাদের দিকে বালু ছুড়ে মারলে তিনি প্রতিক্রিয়া হিসেবে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং ওই ব্যক্তিকে সৈকত এলাকা থেকে সরিয়ে নেন।
তবে ঘণ্টাখানেক পর, যখন সুসান ও তার স্ত্রী সৈকত এলাকা ত্যাগ করছিলেন, তখন সেই একই ব্যক্তি পুনরায় তাদের সামনে এসে তাঁর স্ত্রীর ওপর হামলা করতে যায়। বাধা দিতে গেলে সিরীয় ওই ব্যক্তি তাঁর কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।
ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত গ্রিসের পুলিশ তদন্ত করছে।
এটি গত কয়েক দিনের মধ্যে গ্রিসে তৃতীয় ইসরায়েল-বিরোধী ঘটনা। এর আগে, রোডস দ্বীপে ছুটি কাটাতে যাওয়া কিছু ইসরায়েলি কিশোরকে হামলার শিকার হতে হয়। একই দিন সাইরোস দ্বীপে ইসরায়েলি মালিকানাধীন একটি ক্রুজ জাহাজকে নোঙর করতে বাধা দেয় বিক্ষোভকারীরা।