চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই
চিত্রনায়ক জসীমের ছেলে এবং জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল ও বেজিস্ট এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।
ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা এলাকায় একটি জিমে ব্যায়াম করার সময় রাতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে আরও একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের ব্যান্ডসংগীতে নতুন ধারা তৈরি করে ‘ওন্ড’। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশের পর শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে ব্যান্ডটি।
জসীমের তিন ছেলেরই সঙ্গীত জগতে সক্রিয় অংশগ্রহণ ছিল। বড় ভাই এ কে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। এ কে সামী ‘ওন্ড’-এর ড্রামার হিসেবে যুক্ত ছিলেন। আর রাতুল ছিলেন একই ব্যান্ডের মূল ভোকাল, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার।
রাতুলের অকাল প্রয়াণে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।