জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার, প্রতিবাদে গণপদত্যাগের হুঁশকি
জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন। তারা তিন দিনের মধ্যে বহিষ্কৃত নেতাদের পুনর্বহাল না করলে রোববার থেকে অনশনসহ গণপদত্যাগ কর্মসূচি ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা, শহর ও কলেজ শাখার মোট ৭ নেতাকে বহিষ্কার করে। এর মধ্যে রয়েছেন জেলা সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বহিষ্কৃত নেতারা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।