ব্রেকিং নিউজ :
জয় আহসানের মুখে কলকাতা ‘সেকেন্ড হোম’
বাংলাদেশ ও ভারত— দুই দেশেই সমানভাবে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন জয়া আহসান। ঢালিউডে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও নিয়মিত তিনি। বলিউডেও অভিষেক হয়েছে তার। আগামী বছর শুরু হবে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির কাজ।
সম্প্রতি কলকাতার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়া বলেন, কলকাতা তার কাছে এখন দ্বিতীয় বাড়ি। পূজার সময় কলকাতায় থাকতে ভালোবাসেন তিনি। “পূজার সময় এখানে কাটাতে আমার ভীষণ ভালো লাগে। এবারও আমি কলকাতাতেই থাকব।”
অভিনেত্রী আরও জানান, ছবি মুক্তির পর জনপ্রিয়তা বাড়াতে ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের অবদান অনেক। তাদের তৈরি ভিডিও শেষ পর্যন্ত সিনেমারই উপকারে আসে।