জাকসুতে নিরঙ্কুশ জয়, শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জিএসের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী মাজহারুল ইসলাম বলেছেন, “আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের এই জয় শুধু আমাদের নয়, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জয়।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত জোট এই মন্তব্য করে।
মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা আমাদের ২০ জন প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। এটি কোনো ব্যক্তিগত আনন্দ বা ভোগের বিষয় নয়। বরং শিক্ষার্থীরা আমাদের হাতে তাদের অধিকার আদায়ের দায়িত্ব অর্পণ করেছে। আমরা সেই দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত বিজয় অর্জন করবো।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখেই শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে। একইসাথে যারা নির্বাচিত হতে পারেননি, তাদের সঙ্গেও একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় নবনির্বাচিত জিএস জানান, কৃতজ্ঞতা প্রকাশে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা সিজদা ও দোয়া মাহফিলের আয়োজন করবেন।