জাকসু ভোটে চমক, কেন্দ্রীয় ফলাফল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম, যিনি পেয়েছেন ৩,৯৩০ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং ছাত্রী এজিএস পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে প্রথমে হল সংসদ নির্বাচনের ফল এবং পরে কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।
বিভিন্ন সম্পাদক ও কার্যকরী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন—
- শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
- পরিবেশ সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
- সাহিত্য সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
- সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
- ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
- স্বাস্থ্য সম্পাদক: হুসনী মোবারক (শিবির প্যানেল)
- পরিবহন সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির প্যানেল)
এছাড়া কার্যকরী সদস্য পদে নারী-পুরুষ উভয় বিভাগ থেকেই একাধিক প্রার্থী বিজয়ী হয়েছেন, যাদের বেশিরভাগই শিবির-সমর্থিত প্যানেলের অন্তর্ভুক্ত।