ব্রেকিং নিউজ :
জার্মানির প্রথম জয়, স্পেনের গোল বন্যা
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানি ও স্পেন নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে জার্মানি। অন্যদিকে তুরস্ককে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্পেন।
জার্মানি প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে চাপে ছিল। তবে রবিবার তারা ঘরের মাঠে দুর্দান্ত খেলায় জয় তুলে নেয়। সের্গে জিনাব্রি, আমিরি ও ফ্লোরিয়ান ভির্টজ গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন।
স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো। এছাড়া পেদ্রি ও ফেরান তোরেস গোল করেন।