জাহাঙ্গীর কবির পদোন্নতি পেয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক
ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালনরত মো. জাহাঙ্গীর কবিরকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।
এর আগে, ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে নিয়োগ পান। এরও আগে তিনি ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একই পদে দায়িত্ব পালন করেন।
কারা বিভাগে তার পেশাগত যাত্রা শুরু হয় ২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে। ২০১৩ সালে তিনি সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে কারা সদর দফতরে এআইজি (উন্নয়ন) হিসেবে কাজ করেছেন।
তার কর্মময় জীবনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে তাকে ডিআইজি প্রিজন্স হিসেবে উন্নীত করা হয় এবং ২০২৩ সালের জানুয়ারিতে বরিশাল বিভাগে বদলি করা হয়।