ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

জাহাঙ্গীর কবির পদোন্নতি পেয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালনরত মো. জাহাঙ্গীর কবিরকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

এর আগে, ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে নিয়োগ পান। এরও আগে তিনি ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একই পদে দায়িত্ব পালন করেন।

কারা বিভাগে তার পেশাগত যাত্রা শুরু হয় ২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে। ২০১৩ সালে তিনি সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে কারা সদর দফতরে এআইজি (উন্নয়ন) হিসেবে কাজ করেছেন।

তার কর্মময় জীবনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে তাকে ডিআইজি প্রিজন্স হিসেবে উন্নীত করা হয় এবং ২০২৩ সালের জানুয়ারিতে বরিশাল বিভাগে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৪৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর কবির পদোন্নতি পেয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক

আপডেট সময় ১১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালনরত মো. জাহাঙ্গীর কবিরকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

এর আগে, ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে নিয়োগ পান। এরও আগে তিনি ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একই পদে দায়িত্ব পালন করেন।

কারা বিভাগে তার পেশাগত যাত্রা শুরু হয় ২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে। ২০১৩ সালে তিনি সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে কারা সদর দফতরে এআইজি (উন্নয়ন) হিসেবে কাজ করেছেন।

তার কর্মময় জীবনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে তাকে ডিআইজি প্রিজন্স হিসেবে উন্নীত করা হয় এবং ২০২৩ সালের জানুয়ারিতে বরিশাল বিভাগে বদলি করা হয়।